সিঙ্গাইরে বেগম রোকেয়া দিবস পালিত

Loading

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিঙ্গাইরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফিজনুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মী লাবীবা অর্ণব, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমীন আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আনোয়ারা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌশন আরা প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন কার্যক্রমে অনন্য অবদান রাখায় ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে সম্বর্ধনা দেয়া হয়।

তারা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালেহা জাহান, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য হোসনে আরা, সফল জননী নারী হিসেবে ফিরোজা হক,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রহিমা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনে শাহানাজ পারভীন।