26 C
Dhaka, BD
শনিবার, মে ১১, ২০২৪

সাভারে এক অটোরিক্সা চালক ২দিন ধরে নিখোজ

সাভারে এক অটোরিকসা চালক দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় নিখোঁজ ওই অটোরিকসা চালকের পরিবারের সদস্যরা তাকে না পেয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ওই অটোরিকসা চালকের নাম কামাল মাদবর (৩০) সে সাভারের উত্তর জামসিং এলাকার আব্দুল খালেক মাদবরের ছেলে।
নিখোঁজ ওই অটোরিকসা চালকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস সীমা জানান তার ¯^ামী গত রবিবার সকালে জামসিং এলাকার নিজ বাড়ি থেকে অটোরিকসা নিয়ে বের হয়ে নিখোঁজ হন এর পর থেকে বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটি তাকে না পেয়ে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ হওয়ার পরে সোমবার রাতে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়রি করলেও পুলিশ এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি।
এদিকে ওই অটোরিকসা চালক নিখোঁজ হওয়ার পরে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্ল্যা প্রশাসনকে দ্রুত তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধার করার জোর দাবি জানিয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই হানিফ মিয়া বলেন অটোরিকসা চালক নিখোঁজ হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । তাকে দ্রুত উদ্ধারে পুলিশ সর্বাতক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে ১৫ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ পেলেন

রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সোমবার সকালে (১০ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমের মধ্য দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দের কাজটি সম্পন্ন করা হয়েছে। এসময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম প্রতীক বরাদ্দকৃত প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রেখে প্রতীক বরাদ্দের চুরান্ত তালিকা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। অতিরিক্ত জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রমুখ।

ঠাকুরগাঁও ৩টি আসনে প্রতীক বরাদ্দের তালিকা-

ঠাকুরগাঁও ১

১। রমেশ চন্দ্র সেন – নৌকা (আওয়ামীলীগ)
২। মির্জা ফখরুল ইসলাম – ধানের শীষ(বিএনপি)
৩। আব্দুল জব্বার – হাতপাখা(ইসলামী আন্দোলন)
৪। রফিকুল ইসলাম – মিনার(ইসলামী ঐক্যজোট)

ঠাকুরগাঁও ২

১। দবিরুল ইসলাম – নৌকা(আওয়ামীলীগ)
২। আব্দুল হাকিম – ধানের শীষ(ঐক‍্যফ্রন্ট)
৩। রেজাউল করিম – হাতপাখা(ইসলামী আন্দোলন)
৪। সামসুজ্জোহা – গোলাপ ফুল(জাকের পার্টি)

ঠাকুরগাঁও ৩

১। ইয়াছিন আলী – নৌকা(মহাজোট)
২। জাহিদুর রহমান – ধানের শীষ(বিএনপি)
৩। ইমদাদুল হক – মোটরগাড়ি (স্বতন্ত্র)
৪। প্রভাত সমীর শাহাজাহান আলম – কাস্তে(কমিউনিস্ট পার্টি)
৫।শফি আল আছাদ – আম(ন‍্যাশনাল পিপলস পার্টি)
৬। নাজিম উদ্দিন আহমেদ- হাত পাখা(ইসলামী আন্দোলন)
৭। হাফিজ উদ্দিন – লাঙ্গল(জাতীয় পার্টি)

এডভোকেট কামরুল ইসলাম মনোনিত হয়ে প্রতিক বরাদ্ধ পাওয়ায় সাভারে আনন্দ মিছিল

একাদ্বশ জাতীয় সাংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের আওয়ামী-লীগ থেকে এডভোকেট কামরুল ইসলাম মনোনিত হয়ে প্রতিক বরাদ্ধ পাওয়ায় সাভারে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। সোমবার বিকেলে হেমায়েতপুর মাদানী মার্কেটের সামন থেকে মিছিলটি শুরু হয়ে আরিচা-মহাসড়ক পদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেয় আওয়ামী-লীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, যুবমহিলা লীগ,সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামী ৩০ শে ডিসেম্বার অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচণ। নির্বাচন কে সামনে রেখে সাভারে নেতাকর্মীরা নৌকা মার্কা জয়করতে তৎপর রয়েছেন। প্রতিক-বরাদ্ধের আনন্দ মিছিলে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,সেচ্ছাসেবক-লীগের ঢাকা জেলা উওর এর সাধারণ সম্পাদক সায়েম মোল্লাহ ,সাভার উপজেলার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,সহসভাপতি হাজী রফিকুল ইসলাম রফিক মেম্বার শেখ মো: আলতাফ হোসেন,নিজাম মেম্বার, ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগ নেতা বিপ্লব সরকার প্রেমা,হাসান প্রধান,তেঁতুলঝোড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি রাশেদ মোল্লা,তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর কাইয়ুম,ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ মহিলা সম্পাদিকা নূরুন্নাহার বেগম সহ স্থানীয় নেতারা।

ঠাকুরগাঁওয়ে“আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক বিশেষ র‌্যালীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

র‌্যালীটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে “আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক, সার্থক হোক” “আসক ফাউন্ডেশন সফল হোক, সার্থক হোক” এই স্লোগান নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালি সুমন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম, সবুর আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, জেলা সমন্বয়ক কাজল রায়, মনিরুজ্জামান মনির, আইন সম্পাদক এ্যাড মোঃ আনোয়ার হোসেন, বন ও পরিবেশ সম্পাদক মাসহুরা বেগম হুরা,যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাড মোঃ ইব্রাহিম,সহ দপ্তর সম্পাদক এ্যাড মোঃ আশিকুর রহমান রিজভী, প্রচার সম্পাদক সোহেল তানভীর, পরিকল্পনা সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, আমানতুল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সামছুল ইসলাম সহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বাংলার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাস, ডেইলী সান এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ্যানেল এস এর ঠাকুরগাঁও প্রতিনিধি,এশিয়া চ্ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় উপ-পরিচালক সাংবাদিক মাজেদুর রহমান, সাংবাদিক মজিবর রহমান শেখ, সাংবাদিক মজহারুল ইসলাম বাদল সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।

দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে আসক ফাউন্ডেশন’র সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালি সুমন সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এরশাদ নির্বাচন করবেন বললেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে অংশ নেবেন কিনা, তা নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

এরশাদ ভোটে থাকছেন বলে নিশ্চিত করেছেন মহাসচিব।
শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এরশাদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে হাওলাদার বলেন, “তিনি তো প্রার্থী হয়েছেন, তিনি এই মুহূর্তে বাসায় আছেন। আমরা সকলে মিলে তার নির্বাচন করছি।
“তার মনোনয়নপত্র জমা হয়েছে, আমরা কাজ করছি। সমস্ত এলাকায় অফিস নেওয়া হয়েছে। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচন প্রস্তুতি চলছে। মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন এবং তিনি সময় সুযোগ মতো মানুষের কাছে যাবেন।”
গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদের অসুস্থতার খবর দেওয়া হয়। বলা হয়, এরশাদ সিএমইতে ভর্তি আছেন, তার হিমোগ্লোবিন কমে গেছে। চিকিৎসা নিতে ২ ডিসেম্বর তার সিঙ্গারপুর যাওয়ার কথাও বলা হয় দলের পক্ষ থেকে।
এর পরদিন রুহুল আমিন হাওলাদার এক সংবাদ সম্মেলনে বলেন, এরশাদের অসুস্থতা ‘তেমন কিছু নয়’। তাকে সিঙ্গাপুর নেওয়ার খবরকে ‘গুজব’ বলেন মহাসচিব।

নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতুর কাজ করা হচ্ছে খাদ্য মন্ত্রী

সাভার প্রতিনিদি মাহাবুবুল আলম (রানা) ব্যাংক টাকা প্রত্যাহার করে নেওয়ার পর আজ আমাদের নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতুর কাজ করা হচ্ছে, আজ শনিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বট তলা জামিয়া ইউসুফিয়া মাদ্রাসা ও এতিম খানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী ্এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এ কথা বলেন।
জামিয়া ইউসুপিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রী এ্যডভোকেট মোঃ কামরুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তরে স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ লিয়াকোত হোসেন। ভরারী জামিয়া ইউসুপিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী মোঃ কাইযুম হোসেন, যুব লীগ নেতা মোঃ আসলামসহ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গন্য মান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ দগ্ধ হয়েছেন চারজন। শনিবার

শনিবার (০১ ডিসেম্বর) সকালে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে পোশাক শ্রমিক লাবনী আক্তার রান্না করার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় পুরো ঘর ও পাশের একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই লাবনী, তার আট বছরের সন্তান, স্বামী ও তাদের প্রতিবেশী দগ্ধ হন।ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার হুমায়ন কবির বলেন, গ্যাস সিলিন্ডারের গোঁড়ার নাট দিয়ে গ্যাস বের হচ্ছিল। সারারাত লিকেজ থেকে গ্যাস বের হয়ে সারা ঘরে গ্যাস ছড়িয়ে যায়। সকালে রান্না করার সময় আগুন লাগে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার (এইচ ডব্লিউ) বুশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় তিনি মারা যান। তার ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন , স্ত্রী বারবারা বুশ মারা যাওয়ার আট মাস পর তার মৃত্যু হল। তিনি পাঁচ সন্তান (একজন বাল্যবয়সেই মারা যায়) এবং ১৪ নাতি-নাতনি রেখে গেছেন। রিপাবলিকান এ রাজনীতিক সিনিয়র বুশ নামে পরিচিত। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। তিনি ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

মানিকগঞ্জ ২ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-হরিরামপুর ২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকালে সংসদীয় আসনের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়ন এলাকায় বঙ্গবন্ধু মোর (সুদক্ষিরা) এ পথসভা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সাবেক সাংসদ বিশিষ্ট কন্ঠ শিল্পি মমতাজ বেগম। এসময় তিনি পথ সভায় বলেন,বিগত দিনে এ এলাকার মানুষের পাশে সুখে দঃখে ছিলাম আছি এবং থাকবো।

আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ব্যপক উন্নয়ন করেছি। তিনি আরো বলেন,আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,জামির্তা ইউনিয়নের সফল চেয়ারম্যান আব্দুল হালিম রাজু,স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহজাহান ও সকল ইউপি সদস্য,কায়সার হামিদ এবং উপজেলা আওয়ামীলীগের সকল অংগ সংগঠনের নেতা কর্মিরা।

শরীর ঠিক রাখতে অ্যাপ

কতটা হাঁটছেন, কত ক্যালরি পুড়ছে—শরীর ফিট রাখার সব হিসাব দেবে অ্যাপ। মডেল: মাটি, ছবি: সুমন ইউসুফ আপনার স্মার্টফোন অনেকভাবেই আপনাকে সুস্থ ও সতেজ থাকতে সাহায্য করবে। এ সময়ের স্মার্টফোনগুলোতে বিভিন্ন রকমের সেন্সর থাকে, সেগুলোকে ব্যবহার করে নানা অ্যাপ বানানো হয়েছে, যেগুলো শরীরচর্চা, স্বাস্থ্য ঠিক রাখতে যেমন: ওজন কমানো, পেশি বৃদ্ধি, অথবা সুস্বাস্থ্য জীবনধারণে সাহায্য করে যাচ্ছে। অনেক অ্যাপ আবার দৈনিক রুটিন মাফিক কাজে সাহায্য করে। এমন কিছু কাজের অ্যাপ নিয়েই এই আলোচনা।

 গুগল ফিট

গুগল ফিট ওয়ার্কআউট অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজের। এটা ব্যবহারকারীর বিভিন্ন কাজকর্ম অনুসরণ করে। মোবাইল ফোন থেকে সেন্সরের মাধ্যমে তথ্য নিয়ে ফিটনেস অ্যাকটিভিটি রেকর্ড করে রাখে। এটা আপনার গতি, রুট, উচ্চতা, শক্তি খেয়াল করে এবং আপনার চলন্ত অবস্থা, হাঁটা–চলার বাস্তবিক চিত্র তুলে ধরে। চাইলেই আপনার পছন্দমতো কার্যক্রম সেট করে রাখতে পারবেন। আপনি কতক্ষণ হাঁটবেন, কোন সময়ে হাঁটবেন, সব সেট করে রাখা যাবে। গুগলের বানানো অ্যাপটি চাইলেই কোনো অ্যাড ছাড়া প্লে-স্টোর থেকে বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করতে পারবেন।

 ম্যাপ মাই রান

আপনার কোনো অ্যাকটিভিটি ট্রাকার কিনতে হবে না, যদি না আপনি ম্যাপ মাই রান অ্যাপ ব্যবহার করেন সকালের জগিংয়ের সময়। বিনা মূল্যের এ অ্যাপটি ফোনের জিপিএসকে ব্যবহার করে আপনার অ্যাকটিভিটি ট্র্যাক করে। আপনার কর্মক্ষমতা, ওয়ার্কআউটের সব খবরাখবর পর্যবেক্ষণ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড অথবা আইফোন থেকে।

 রানট্যাস্টিক রানিং ডিসটেন্স অ্যান্ড ফিটনেস

রানট্যাস্টিক ফিটনেস ট্র্যাকার অ্যাপগুলোর মধ্যে উপকারী যাঁরা প্রত্যহ শরীরচর্চা করে থাকেন। এটি আপনার চলমান হাঁটা, বাইকিং এবং জগিং রুটগুলো জিপিএসের মাধ্যমে ট্র্যাক করে। এই ট্র্যাকের তথ্য ব্যবহার করে রানট্যাস্টিক আপনার অগ্রগতি–সংক্রান্ত বিস্তারিত গ্রাফ এবং টেবিল তৈরি করে দেখায়। আপনি এই অ্যাপ্লিকেশনকে ট্রেডমিল বা অন্যান্য জিম সরঞ্জামের সঙ্গেও ব্যবহার করতে পারবেন। তা ছাড়া এতে থাকা ভয়েস কোচ, লাইভ ট্র্যাকিং বা চিয়ারিংকে অন্তর্ভুক্ত করতে পারেন। আপনার প্রত্যহ হাঁটার লক্ষ্যও সেট করে রাখতে পারবেন।

চাইলেই আপনি আপনার সফলতার গল্প ফেসবুক বা টুইটারে শেয়ার করতে পারবেন। অ্যাপটি বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন আর ইন-অ্যাপের মাধ্যমে কিনলে বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করতে পারবেন।

 রানকিপার

রানকিপার অ্যান্ড্রয়েডে চলা যন্ত্রের জন্য সব বৈশিষ্ট্যযুক্ত ফিটনেস ট্র্যাকার অ্যাপ্লিকেশন। এর আছে প্রায় পাঁচ কোটিরও বেশি ব্যবহারকারী।

ফিটনেস ক্রিয়াকলাপগুলো ট্র্যাক করতে এবং তুলনামূলক ফলাফল দেওয়ার জন্য এটিও ফোনের জিপিএস থেকে ডাটা নেয়।

রানকিপার চলমান গতি, সাইক্লিং গতি, রুট দূরত্ব, উচ্চতা, এবং উচ্চ নির্ভুলতার সঙ্গে ক্যালরি কমানো ও গণনা করতে পারে।

আর ব্যবহারকারী তাঁর সব কার্যক্রমের বিস্তারিত ইতিহাস এতে দেখতে পারবেন। এ ছাড়াও আপনি প্রশিক্ষণ পরিকল্পনা বা নানান ধরনের ওয়ার্কআউট পদ্ধতি অনুসরণ করতে পারবেন এই অ্যাপে। আবার অডিও কোচিং দিয়ে নিজেই তৈরি করতে পারেন।

অ্যাপটি বিনা মূল্যেও ব্যবহার করা যাবে। তা না হলে বিজ্ঞাপনমুক্ত ব্যবহার করতে চাইলে কিনে ব্যবহার করতে হবে। আপনি আপনার সব পরিসংখ্যানকে ট্র্যাক করতে পারবেন, স্মার্টওয়াচ বা অন্যান্য ফিটনেস ট্রাকার যন্ত্রকে এর সঙ্গে সংযোগ করে ব্যবহার করতে পারবেন। এটি সব ধরনের উইজেট সমর্থন করে।

এ ছাড়া অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য আছে বেশ কিছু ওয়ার্কআউট অ্যাপ; ৭ মিনিট ওয়ার্কআউট চ্যালেঞ্জ, ওয়ার্কআউট টাইমার, ১০০ পুশআপ অ্যাপগুলো ব্যবহার করে দেখতে পারেন।

এ ছাড়া অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য আছে বেশ কিছু ওয়ার্কআউট অ্যাপ; রানট্যাস্টিক রানিং ডিসটেন্স অ্যান্ড ফিটনেস, ৭ মিনিট ওয়ার্কআউট চ্যালেঞ্জ, ওয়ার্কআউট টাইমার, ১০০ পুশআপ, রানকিপার অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন।

সর্বশেষ আপডেট...